যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০৮:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে তিন বছরের শাফিন এবং বাচ্চুর ভাই জহির উদ্দিনের মেয়ে একই বয়সের মেহেরিনি।
নিহত শাফিনের পিতা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আশেপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সর্বশেষ সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এসময় ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
চাচাতো ভাই বোনের অকাল মৃত্যুতে তাদের পরিবারের লোকজন শোকে ভেঙে পড়েছেন। এছাড়া এলাকা জুড়ে শোক নামে এসেছে। উল্লেখ্য গত কিছুদিন আগে ঝিকরগাছা উপজেলায় মাটিকোমরা গ্রামে দুটো শিশু পানিতে ডুবে মারা যায়।