যবিপ্রবি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:২৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রথমে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা হয় ও ইফতার এর ব্যবস্থাও করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি ভেটেরিনারী মেডিসিন অনুষদের ডিন ও যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ডঃ ইকবাল কবির জাহিদ, যবিপ্রবি ব্লাড ব্যাংকের উপদেষ্টা ডক্টর দীপক কুমার মন্ডল, এস এম সামিউল আলম, মোঃ জসীম উদ্দিন ও ডক্টর কাজী মোহাম্মদ এমরান হোসেন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ডক্টর অভিনু কিবরিয়া ইসলাম