যবিপ্রবির বগুড়া অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বগুড়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বগুড়া জেলার , শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রথমে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী।
শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা হয় ও ইফতার এর ব্যবস্থাও করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুমন চন্দ্র মোহন্ত, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, ডক্টর মোহাম্মদ রাফিউল হাসান, সহযোগী অধ্যাপক, কেমিকৌশল বিভাগ, মোহাম্মদ আখতারুজ্জামান, সহকারি অধ্যাপক এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগ, আব্দুল্লাহ আল রোমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, শুভ দেব, প্রভাষক,তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, মোহাম্মদ নাঈমুল ইসলাম, প্রভাষক বস্ত্র প্রকৌশলী বিভাগ প্রমুখ।
উল্লেখ্য বগুড়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীরা নিশ্চিত করেছেন যে, আগামী এক মাসের মধ্যে নির্বাচন করার মাধ্যমে কমিটি গঠন করার।