মোংলায় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

- আপডেট সময় : ১০:০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

নিজেস্ব সংবাদদাতা : মোংলা কোস্ট গার্ড (পশ্চিম জোন) ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দেশীয় একনলা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্র।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) ভোর ৫টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান ও খুলনার দাকোপ থানা পুলিশের সমন্বয়ে কালিনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াসিন মোল্লা (৪০), সোহরাব সানা (৬০) এবং সিরাজুল সানা (৩০) কে আটক করা হয়।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিনগর বাজারের একটি পুরাতন ভবন থেকে একটি প্লাস্টিকের বস্তায় লুকানো অস্ত্রগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করে মাছের ঘের দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল।
কোস্ট গার্ড ও পুলিশ সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।