মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

- আপডেট সময় : ০১:৩০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

পল্লব স্বর্ণকার,রিপোর্টার,খুলনা।
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্বামী এলাহী বক্স, স্ত্রী সালেহা খাতুনকে কুপিয়ে হত্যা করেছে।
শুক্রবার (১০ মে) সকালের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ, ঘাতক স্বামী এলাহী বক্সকে গ্রেফতার করেছে।এলাহী বক্স গোভীপুর ভিটা পাড়ার খোদা বাক্সের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার(১০ মে) সকালের দিকে সালেহা খাতুন বাথরুমে যাবার জন্য ঘর থেকে নামেন। এ সময় তার স্বামী এলাহী বক্স ধারালো হাসুয়া দিয়ে তাকে কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় ছালেহা খাতুনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, হত্যার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা এলাহী বক্সকে আটক করি এবং ঘটনাস্থল থেকে নিহত সালেহা খাতুনের লাশ উদ্ধার করি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।