মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলাকারী আরও একজন গ্রেফতার*

- আপডেট সময় : ০২:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

*মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলাকারী আরও একজন গ্রেফতার*
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি-
গেল ১২ ফেব্রুয়ারী আমঝুপিতে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহের সময় দুবৃত্তদের নৃশংস হামলার শিকার হন চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার রাশেদু্জ্জামান। তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন সহকর্মী জবাবদিহি পত্রিকার প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। আসামিদের বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পায়। এ হামলার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান এখনও অব্যহত রয়েছে। যার অংশ হিসেবে আজ সকালে আমঝুপি গ্রামের কারিগর পাড়ার মোমিনুলকে গ্রেফতার করেছে পুলিশ।
হামলার কারণ এবং হামলাকারী অন্যান্যদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সাংবাদিক রাশেদের দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।