ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝিনাইদহের মহেশপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিকদের হেনস্থা রাউজান প্রেস ক্লাবের প্রবিবাদ ও তীব্র নিন্দা বাকৃবিতে প্রায় ছয় শতাধিক কৃষিভিত্তিক গবেষণা উপস্থাপন শাল্লায় মাদারিয়া বাঁধে ফাটল জয়পুরে নেই পিআইসি ঝুঁকির মুখে ছায়ার হাওর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে শিশির মনির  জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আদেশ দেওয়ার পরেও বৈধ শিক্ষক এরশাদের বেতন আটকিয়ে রেখে দাপট দেখাচ্ছেন অধ্যক্ষ ঢাকা সাভার পৌরসভার কুলিবিট ইজারা ৩ মাসের জন্য স্থগিতের নির্দেশ হাইকোর্টের সাংবাদিক নির্যাতন প্রতিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নূরানী তা’লীমুল কুরআন বোর্ড: সনদ পরীক্ষা পুরস্কার বিতরণ মুয়াল্লিম প্রশিক্ষণ

মেডিকেলে চান্স পাওয়া অর্কের স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

একে আজাদ.. ঠাকুরগাঁও প্রতিনিধি : ছোটবেলা থেকেই রাফসান ইসলাম অর্ক’র স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার,সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানো থাকার। অবশেষে অর্কের সেই স্বপ্ন প‚রণ হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (ঢাকায়) চান্স পেয়ে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার কলেজ শিক্ষক রাজিউল ইসলাম ও রিনা পারভীনের সন্তান রাফসান ইসলাম অর্ক এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্্রায় ১ লক্ষ ৩৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৪০৫তম স্থানে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
বিএমকলেজ ভোকেশনাল শাখার শিক্ষক পিতার-মাতার ২সন্তানের মধ্যে অর্ক অত্যন্ত মেধাবী ছোটবেলা থেকেই পড়ালেখা করতে ভালোবাসে। রাজনৈতিক মিছিল মিটিং পছন্দ করতেন না, শিক্ষা জীবন শুরু স্থানীয় দি সানরাই কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে বিজয় ক্যাডেট কোচিংয়ে পড়ালেখা করে ক্যাডেট লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়ে মৌখিক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেনি। শেষে পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে জেএসসি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়ে এসএসসি পরীক্ষায় গোল্ডেন-এ প্লাাস পেয়ে রংপুর সরকারী কলেজে এইচএসসিতে গোল্ডেন-এ প্লাাস এবং সাধারণে বৃত্তি লাভ করে।
স্কুলের সব প্রতিযোগিতা,অনুষ্ঠানে সবকিছুতেই ছিল তার অবাধ বিচরণ। স্কুলের সবাই একনামে চিনে সে একজন সহজ সরল। অর্কর ভাষ্যমতে, স্যার-ম্যাম আর বন্ধুদের আদর ভালোবাসায় কোনো কষ্টই মনে হতো না তার। এছাড়াও অর্কের যেমনি প্রিয় শিক্ষক ছিল বিজয় কুমার রায় তেমনিই প্রিয় বিষয় ছিল গণিত।
সে স্কুল ও কলেজ জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, লয়ার, প্রোগ্রামার, ম্যাথমেটিশিয়ান আরও কত কিছুই হওয়ার স্বপ্ন দেখত। তবে সাদা অ্যাপ্রোনের মায়া উপেক্ষা করতে পারেনি সে।
অর্ক আরো বলেন, আমি মনে করি কলেজ লাইফেই অ্যাডমিশনের রুট গড়ে নেওয়া উচিত। আর এতে আমার সম্মানিত স্যাররা, আম্মু-আব্বু আমাকে সর্বোচ্চ সাহায্য করেছেন। উনাদের দোয়া ও মহান আল্লাহর ইচ্ছায় আমি মেডিকেলে চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ।
সবার কাছে দোয়া চেয়ে জানান, মহান আল্লাহর ইচ্ছায় সে যেন একজন ভালো ডাক্তার হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে সবার সেবা ও পেশাদারি দায়িত্ব পালন করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

মেডিকেলে চান্স পাওয়া অর্কের স্বপ্ন

আপডেট সময় : ১২:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

একে আজাদ.. ঠাকুরগাঁও প্রতিনিধি : ছোটবেলা থেকেই রাফসান ইসলাম অর্ক’র স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার,সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানো থাকার। অবশেষে অর্কের সেই স্বপ্ন প‚রণ হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (ঢাকায়) চান্স পেয়ে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার কলেজ শিক্ষক রাজিউল ইসলাম ও রিনা পারভীনের সন্তান রাফসান ইসলাম অর্ক এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্্রায় ১ লক্ষ ৩৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৪০৫তম স্থানে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
বিএমকলেজ ভোকেশনাল শাখার শিক্ষক পিতার-মাতার ২সন্তানের মধ্যে অর্ক অত্যন্ত মেধাবী ছোটবেলা থেকেই পড়ালেখা করতে ভালোবাসে। রাজনৈতিক মিছিল মিটিং পছন্দ করতেন না, শিক্ষা জীবন শুরু স্থানীয় দি সানরাই কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে বিজয় ক্যাডেট কোচিংয়ে পড়ালেখা করে ক্যাডেট লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়ে মৌখিক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেনি। শেষে পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে জেএসসি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়ে এসএসসি পরীক্ষায় গোল্ডেন-এ প্লাাস পেয়ে রংপুর সরকারী কলেজে এইচএসসিতে গোল্ডেন-এ প্লাাস এবং সাধারণে বৃত্তি লাভ করে।
স্কুলের সব প্রতিযোগিতা,অনুষ্ঠানে সবকিছুতেই ছিল তার অবাধ বিচরণ। স্কুলের সবাই একনামে চিনে সে একজন সহজ সরল। অর্কর ভাষ্যমতে, স্যার-ম্যাম আর বন্ধুদের আদর ভালোবাসায় কোনো কষ্টই মনে হতো না তার। এছাড়াও অর্কের যেমনি প্রিয় শিক্ষক ছিল বিজয় কুমার রায় তেমনিই প্রিয় বিষয় ছিল গণিত।
সে স্কুল ও কলেজ জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, লয়ার, প্রোগ্রামার, ম্যাথমেটিশিয়ান আরও কত কিছুই হওয়ার স্বপ্ন দেখত। তবে সাদা অ্যাপ্রোনের মায়া উপেক্ষা করতে পারেনি সে।
অর্ক আরো বলেন, আমি মনে করি কলেজ লাইফেই অ্যাডমিশনের রুট গড়ে নেওয়া উচিত। আর এতে আমার সম্মানিত স্যাররা, আম্মু-আব্বু আমাকে সর্বোচ্চ সাহায্য করেছেন। উনাদের দোয়া ও মহান আল্লাহর ইচ্ছায় আমি মেডিকেলে চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ।
সবার কাছে দোয়া চেয়ে জানান, মহান আল্লাহর ইচ্ছায় সে যেন একজন ভালো ডাক্তার হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে সবার সেবা ও পেশাদারি দায়িত্ব পালন করতে পারেন।