মুরাদনগরে মিনিবার ফুটবল ফাইনাল খেলা পশ্চিম সোনাউল্লাহ জয়ী।

- আপডেট সময় : ০৪:২৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

মুরাদনগরে মিনিবার ফুটবল ফাইনাল খেলা পশ্চিম সোনাউল্লাহ জয়ী।
মাদকক না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি।
এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার মুরাদনগর উপজেলা নাগরকান্দি এবং তিতাস যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল খেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকাল ৪,টায় মুরাদনগর উপজেলা সদরের ইউনিয়ন তিতাস ব্রীজ সাথে খেলার মাঠে, পশ্চিম সোনাউল্লাহ বনাম রঘুনাথপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়,।
বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম ব্যাপারীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংগঠনিক সম্পাদক আফাস উদ্দিন খাঁন, উপ-পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম, এডভোকেট শহিদুল ইসলাম নাট্যভিনেতা তন্বয় সোহেল,পশ্চিম সোনাউল্লাহ টিম ম্যানেজার শাহজালাল সাদি,আবদুল আওয়াল সওদাগর,
গিয়াসউদ্দিন মুন্সি, সামছুল হক (সাম্মিয়া),বাবুল মিয়া,জিল্লুর রহমান, আবুল কালাম,,মোবারক মিয়া,নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, সাদিকুল ইসলাম, সহ আর অনকে উপস্থিত ছিলেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলাটি নির্ধারিত সময় কোন গোল না হওয়া।খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।
ট্রাইব্রেকরে ২-২ গোলে সমতা হলে গোল্ডেন হিট হয় গোল্ডেন হিটে পশ্চিম সোনাউল্লাহ জয় লাভ করে।
খেলা শেষে অতিথিদের হাত থেকে
বিজয়ী কে ফ্রিজ এবং রানার্সআপ কে টিভি পুরস্কার দেওয়া হয়
পশ্চিম সোনাউল্লাহ টিম ম্যানজার, শাহজালাল সাদী জানান,
কোয়ার্টার ফাইনাল থেকে তার প্রস্তুতি ফাইনাল জয় লাভ করে।
বিজয়ী পুরস্কার নিয়ে বাড়ি ফিরবে।