মুজিবনগরে আগাছানাশক বিষ দিয়ে ধান ও কুমড়া ক্ষেত তছরুপ”
- আপডেট সময় : ০৮:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
“মুজিবনগরে আগাছানাশক বিষ দিয়ে ধান ও কুমড়া ক্ষেত তছরুপ”
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে পূর্ব শত্রুতার জেরে ১০কাঠা জমির ধান ও কুমড়া ক্ষেত (আগাছানাশক) ঘাস মারা বিষ প্রয়োগ করে নষ্ট করা হয়েছে। ঘটনাটি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের খালের ধারের পাক বিলের মাঠে সন্ধ্যা বা মধ্য রাতে ঘটে। ধান ক্ষেতের মালিক মিয়ারুল শেখ (৫০) জানান, এই জমি আমি আমার বাবার সূত্রে পেয়েছি আমরা দীর্ঘ ৬০-৭০ বছর চাষাবাদ করে আসছি রাতের অন্ধকারে কে বা কাহারা আমার ধান ও কুমড়ো ক্ষেত ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে, তিনি বলেন ধান লাগানো থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় সব ধরনের খরচ শেষ কয়েকটা সেচ দিলেই ধান হয়ে যেতো আর কুমড়োর গাছ অল্প কিছুদিনের মধ্যেই বাঁদ করার সব প্রস্তুতি করে রাখছিলাম অথচ রাতের অন্ধকারে আমার ফসল বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে ফসলের উপর এই ধরনের শত্রুতা মেনে নেয়া যায় না অনেক কষ্ট করে ফসল ফালাতে হয়। তিনি আরো বলেন এই জমি নিয়ে এক পক্ষের সাথে আমার মামলা চলছে আমি ধারনা করছি মামলাকারী দোয়া, রাজা, মিরাজুল মিলেই আমার এই দুই ফসলে ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে ধারণা এরা ছাড়া আমার কারো সাথে কোন রকম শত্রুতা নেই। পাশের ধান চাষী হীমি ও ফয়জুল্লা জানান, আমার ধান ক্ষেত দেখার জন্য আসি এসে দেখি মিয়ারুল ইসলামের ধান ক্ষেত বিষ প্রয়োগে পোড়ানো সাথে সাথে ওনাকে খবর দিই তিনি আরো বলেন এর আগেও পোড়ানো হয়েছিল। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল দত্ত বলেন থানায় কোন অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।