সংবাদ শিরোনাম :
মুক্তি চায় নারী

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

ইসলাম দেশ জাতি অপমান অপদস্থ খুন গুম ধর্ষন বাড়ছে। দেশ জাতি নারী অপমান হচ্ছে মা জাতি আজ কলঙ্ক অসহায় লাঠি ছোটা নিয়ে রাস্তায় মাঠে নামতে হচ্ছে। তবু তারা সত্য বিচার পায় না বিচারের ভূমিকা ও নেওয়া হচ্ছে না। দোষীদের বিচারের আওতায় আনতে অনুরোধ করে কবি অলিরা। দেশের পরিস্থিতিতে মনে হচ্ছে সরকার বিড়ালের সম্মাননা পেয়েছে ইদুর শ্লোগান দিচ্ছে দেশ অর্থ জ্বালাও পোড়াও লুটতরাজ করছে দেশ জাতি যা ভাবে নায় তা হচ্ছে। পাশাপাশি সংস্কার রয়েছে মনে হয় অবৈধ সব বৈধ হচ্ছে এ থেকে মুক্তি চায় দেশ জাতি নারী।নারীকে সম্মান দিতে হবে দিয়ে দাও নারী জাতি মা জাতি লক্ষ্য রাখো সম্মানের প্রতি।
বাংলার চিরন্তন গৌরব
জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী
(ঝালকাঠি ,,কাঠালিয়া)