মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে ২য় বাংলাদেশ

- আপডেট সময় : ০৬:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
সাম্প্রতিক ‘ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার-২০২৪’ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উন্নীত হয়েছে। পূর্ববর্তী তৃতীয় স্থানে থাকা চীন এখন তৃতীয় স্থানে চলে গেছে, এবং ভারত এই তালিকায় শীর্ষ স্থান অধিকার করে আছে। জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) এই প্রতিবেদনটি প্রকাশ করে, যা দ্বিবার্ষিক হিসেবে প্রকাশিত হয় এবং ২০২২ সালের ডেটা অন্তর্ভুক্ত করে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উন্মুক্ত জলাশয় থেকে আহরিত মাছের মধ্যে অর্ধেক ইলিশ মাছ, যা ২০২৩ সালে মোট সাড়ে ছয় লাখ টন উৎপাদিত হয়েছে। মাছ উৎপাদনে এই উন্নতির পেছনে রয়েছে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করা এবং উন্মুক্ত জলাশয়গুলো সংরক্ষণের পদক্ষেপ। এফএওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ গত বছর ৪৮ লাখ টন মাছ উৎপাদন করেছে, যার মধ্যে ৩২ লাখ টন চাষের মাছ এবং ১৩ লাখ টন উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা মাছ অন্তর্ভুক্ত।
বাংলাদেশের এই অর্জন দেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দ্বারা উন্নত চাষ পদ্ধতি ও কৃত্রিম প্রজনন প্রযুক্তি উদ্ভাবনের সাথে সংযুক্ত। এফএওর প্রতিবেদনে উল্লেখিত তথ্য মোতাবেক, বিশ্বের সমস্ত স্বাদুপানির মাছের ১১.7% বাংলাদেশ উৎপাদন করে থাকে। এই সাফল্য বাংলাদেশকে মাছ চাষ ও উৎপাদনে একটি অগ্রণী দেশ হিসেবে গড়ে তুলেছে।