মা চন্ডী মন্দিরে চুরি গেল পূজার উপকরণ ও স্বর্ণালঙ্কার

- আপডেট সময় : ১১:৪২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার দক্ষিণ রাউজানের পাঁচখাইন এলাকার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের অন্তর্গত পূর্ব নাথ পাড়ায় শ্রীশ্রী চন্ডী মায়ের মন্দিরে ঘটে গেল এক হৃদয়বিদারক চুরির ঘটনা।
গতকাল রাতে কে বা কারা মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পূজার সমস্ত উপকরণ ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। মন্দিরটির প্রতিষ্ঠাতা ও পূজারী শ্রী হেমন্ত নাথ ও তার স্ত্রী শ্রীমতি গীতা নাথ জানান, প্রতিদিনের ন্যায় মন্দিরে পূজা-অর্চনা শেষে তালা লাগিয়ে তাঁরা ঘরে ফিরে যান। কিন্তু পরদিন সকালে ফুল তুলতে এসে মন্দির খুলতে গেলে দেখতে পান, দরজার তালা ভাঙা এবং মন্দিরের ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
চোরেরা মন্দির থেকে চুরি করে নিয়ে গেছে পঞ্চঘন্টা, লোকনাথ বাবার মুক্তির পূজার উপকরণ, কাশ, পিতল, তামার তৈরি বড় একটি তেলের প্রদীপ এবং লোকনাথ বাবার গলায় থাকা ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন।
শ্রীমতি গীতা নাথ বলেন, “মানুষের সেবা করেই আমি দিন কাটাই। কেউ দান করলে তা দিয়ে মন্দিরের কাজ চলে। কিন্তু বারবার এইভাবে চুরি হলে আমরা অসহায় বোধ করি। এর আগেও একবার মন্দিরে চুরি হয়েছিল। এখন আবার একই ঘটনা ঘটল। প্রশাসন ও সমাজের সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছে আমি অনুরোধ করছি, যেন মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং এমন ঘটনা আর না ঘটে।”
তিনি আরও বলেন, “আমি চাই না আর কেউ এই কষ্টের মধ্য দিয়ে যাক। সবাই যেন সবার প্রতি নজর রাখে এবং প্রশাসন যেন আমাদের পাশে দাঁড়ায়।
এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে চরম ভয় ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।