মা ইলিশ সংরক্ষন অভিযান/২৫ উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা

- আপডেট সময় : ০৬:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

মোঃ আঃ কুদ্দুস খান,বিশেষ প্রতিনিধি মঠবাড়ীয়া পিরোজপুর:মা ইলিশ রক্ষা করি ইলিশ সম্পদ বৃদ্ধি করি। এই শ্লোগানকে সামনে রেখে অদ্য ২৯/০৯/২৫ ইং তারিখ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অফিস কক্ষে তার অনুপস্হিতিতে এবং তাহার সম্মতি ক্রমে মোঃ রাইসুল ইসলাম সহকারী কমিশনার ভূমি, মঠবাড়ীয়া পিরোজপুরের সভাপতিত্বে উপজেলা টাস্ক ফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, আগামী ০৪/১০/২৫ ইল তারিখ থেকে ২৫/১০/২৫ ইল তারিখ পর্যন্ত মা ইলিশ সংরক্ষন অভিযান পরিচালিত হইবে। উক্ত সময়ের মধ্যে সকল প্রকার ইলিশ নিধন, ক্রয়, বিক্রয়, পরিবহন, সংরক্ষন করা সম্পূর্ন আইনত দন্ডনিয় অপরাধ। অভিযান চলাকালে নদীতে কোন প্রকার মাছ ধরা, ট্রলার, নৌকা, জাল পাতা সম্পূর্ন নিষেধ। তিনি আরও বলেন যদি এই অবৈধ কাজে কোন জেলে যদি সম্পৃক্ত হয় বা প্রমান পাওয়া গেলে ঐ জেলের জেলে কার্ড, বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা নেওয়া হইবে।
মোঃ রাইসুল ইসলাম সহকারী কমিশনার ভূমি বলেন অবরোধ চলাকালীন কোন ব্যাক্তি এই অবৈধ কাজের সহযেগীতা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হইবে।
মেঃ আঃ কুদ্দুস খান সভাপতি ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি মঠবাড়ীয়া উপজেলা বলেন অবরোধ চলাকালে কিছু অসাধু চক্র মৎস্য অফিসের এবং প্রশাসনের গতিবিধি লক্ষ করে অসাধু জেলেদের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের সুযোগ জানিয়ে দেয়।
এই সুবাধে তুষখালী টু মাছুয়ার নদীতে জাল ফেলে ইলিশ নিধন করা হয়।আর এই অসাধু মহল মৎস্য অফিসে প্রায়ই ঘুর ঘর করতে দেখা যায়। বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে যারা মৎস্য দপ্তর লুটপাট করেছে তারাই বর্তমানে এই অপকর্মে লিপ্ত। উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি,সিঃ মৎস্য কর্মকর্তা মহোদয়ের কাছে এই সকল হোতাদের নিষিদ্ধ কর্মকান্ড গুলোর প্রতি লক্ষ রাখার বিশেষ অনুরোধ জানান।
তিনি আরও জানান যে অভিজানের নিয়োজীত উক্ত ট্রলার,বোর্ডের চালক অভিযানে নামার সময় বিষয়টি জেলেদের জানিয়ে দেয় এবং সুবিধা মত জাল পাতার সময় জানিয়ে দেয়।
এ সময় উপজেলা টাস্ক ফোর্স কমিটির অন্যন্য সদস্যরা উপস্হিত ছিলেন।