ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ রাউজানে মহানবমী পূজা উদযাপন ফেনী পৌরসভার উদ্যোগে ১৯টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ বিজয়া দশমী অনুষ্ঠানে পুলিশ সুপার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম পশ্চিম গুজরায় জ্বালা কুমারী তরুণ সংঘে উগ্যােগে দুর্গোৎসব উদযাপন না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষা সংগ্রামী আহমদ রফিক গাজীপুরে হাইওয়ে রোডে দেহ ব্যবসার আড়ালে চাঁদাবাজি, এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত রাণীশংকৈলে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দুমকীতে পূজা মন্ডপে এনসিপির শুভেচ্ছা বিনিময় বিদায়ের সুরে শ্যামনগরের পূজা মণ্ডপগুলো

মালয়েশিয়ার কেলানতানে হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোতাবাহরুতে দুই দিনব্যাপী বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প শুরু হয়েছে। সরকারি ছুটির দিনে কেলান্তান রাজ্যে কন্স্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশের মাধ্যমে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহবান জানানো হয়।

শনি ও রবিবার (৮ ও ৯ জুন) বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এম আর পি পাসপোর্টসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হবে বলে কেলান্তান থেকে জানান পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন। তিনি জানান, হাইকমিশনার মো: শামীম আহসানের নির্দেশনায় রাজ্যে রাজ্যে কন্স্যুলার সেবা দেওয়া হচ্ছে।

কন্স্যুলার মোবাইল ক্যাম্পে ই-পাসপোর্টের বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরেছেন কোতাবাহরুতে কর্মরত প্রবাসী গাজী ফারুক, মো: মজনু শেখ, মো: রবিউল ইসলাম, মো: মানিক প্রামানিক, মো: সোহাগ হোসেন ও শেখ মো: মো: সাদ্দাম হোসেন। তারা জানান কোয়ান্তান থেকে কুয়ালালামপুর মহরে যেতে সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টা। কুয়ালালামপুরে যেতে দুই দিনের ছুটি নিতে হয়। মালয়েশিয়ার দুর প্রদেশে মোবাইল ক্যাম্পের মাধ্যমে হাইকমিশন কন্স্যুলার সেবা দিচ্ছে আমরা অত্যন্ত খুশি। প্রবাসীদের কল্যাণে এ মহতি উদ্যোগ গ্রহণে মান্যবর হাইকমিশনার মো: শামীম আহসানকে ধন্যবাদ জানান কন্স্যুলার সেবা নিতে আসা এ প্রবাসীরা।

মোবাইল কন্স্যুলার ক্যাম্পে প্রবাসীদের সেবা দিচ্ছেন, পাসপোর্ট ও ভিসা উইংএর কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। তার সাথে রয়েছেন, পাসপোর্ট ও ভিসা উইংএর একাউন্টেন্ট মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, অফিস সহকারি মোঃ মনজিল হোসেন, পলিটিক্যাল উইং এর অফিস সহকারি মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

মালয়েশিয়ার কেলানতানে হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প

আপডেট সময় : ০৩:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোতাবাহরুতে দুই দিনব্যাপী বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প শুরু হয়েছে। সরকারি ছুটির দিনে কেলান্তান রাজ্যে কন্স্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশের মাধ্যমে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহবান জানানো হয়।

শনি ও রবিবার (৮ ও ৯ জুন) বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এম আর পি পাসপোর্টসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হবে বলে কেলান্তান থেকে জানান পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন। তিনি জানান, হাইকমিশনার মো: শামীম আহসানের নির্দেশনায় রাজ্যে রাজ্যে কন্স্যুলার সেবা দেওয়া হচ্ছে।

কন্স্যুলার মোবাইল ক্যাম্পে ই-পাসপোর্টের বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরেছেন কোতাবাহরুতে কর্মরত প্রবাসী গাজী ফারুক, মো: মজনু শেখ, মো: রবিউল ইসলাম, মো: মানিক প্রামানিক, মো: সোহাগ হোসেন ও শেখ মো: মো: সাদ্দাম হোসেন। তারা জানান কোয়ান্তান থেকে কুয়ালালামপুর মহরে যেতে সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টা। কুয়ালালামপুরে যেতে দুই দিনের ছুটি নিতে হয়। মালয়েশিয়ার দুর প্রদেশে মোবাইল ক্যাম্পের মাধ্যমে হাইকমিশন কন্স্যুলার সেবা দিচ্ছে আমরা অত্যন্ত খুশি। প্রবাসীদের কল্যাণে এ মহতি উদ্যোগ গ্রহণে মান্যবর হাইকমিশনার মো: শামীম আহসানকে ধন্যবাদ জানান কন্স্যুলার সেবা নিতে আসা এ প্রবাসীরা।

মোবাইল কন্স্যুলার ক্যাম্পে প্রবাসীদের সেবা দিচ্ছেন, পাসপোর্ট ও ভিসা উইংএর কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। তার সাথে রয়েছেন, পাসপোর্ট ও ভিসা উইংএর একাউন্টেন্ট মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, অফিস সহকারি মোঃ মনজিল হোসেন, পলিটিক্যাল উইং এর অফিস সহকারি মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ প্রমূখ।