মানিকছড়িতে জমকালো আয়োজনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ০২:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোক্তার হোসাইন,(চট্টগ্রাম প্রতিনিধি)
গত ১৪ জানুয়ারি রোজ মঙ্গলবার রানী নিহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাসব্যাপি ১৬টি দল নিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আয়োজিত বাঁশরী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে অগণিত দর্শক ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত, খেলার নির্ধারিত সময়ে কোন দলে জয়সূচক গোল জালে জড়াতে না পারায় শেষমেশ টাইব্রেকারে ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টুর্নামেন্টের অপরাজিত দল মহামুনি সানফ্লাওয়ার একাদশ, রানারআপ হয়েছেন তিনটহরী একাদশ,উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া।
পুরস্কার বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া বলেন, ” মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই, দীর্ঘ দেড় যুগের অপশাসনে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও মাদকে ছেয়ে গেছে!, দেশপ্রেমিক ও জনবান্ধব দল বিএনপি’র নেতাকর্মীদের আয়োজনে প্রতিটি জনপদে খেলাধূলার আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়তে এই আয়োজন।
মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন এবং মহিউদ্দিন কিশোরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণচন্দ্র চাকমা , জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কামাল দীপ্ত সহ আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি টুর্নামেন্টে সংশ্লিষ্ট ১৬টি দলের টীম ম্যানাজার, রেফারি, সহকারী রেফারি, স্বেচ্ছাসেবক দল (যুব রেড ক্রিসেন্ট), বিজিত ও বিজয়ী দল এবং খেলোয়াড়দের হাতে ব্যক্তিগত ও দলীয় পুরস্কার এবং ট্রফি তুলে দেন।