মানিকগঞ্জ সদর হাসপাতালে নার্স মিলন মেলা 2025 অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে

মোঃ মোবারক হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে নার্সদের মিলনমেলার আয়োজন করেছে নার্সেস অ্যাসোসিয়শন অফ বাংলাদেশ (ন্যাব) মানিকগঞ্জ জেলা শাখা। আজ (৩০ জানুয়ারী) নার্সিং কলেজ মিলনায়তনে আয়োজিত এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। ন্যাব জেলা শাখার সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলনমেলায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ নার্সিং কলেজের অধ্যক্ষ মোস্তানুর সুলতানা, মুন্নু নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুন নেছা, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার অনিতা বারৈ ও আনিসুর রহমান ভুইয়া, হাসপাতাল শাখা ন্যামের সভাপতি শেফালি আক্তার, নার্সিং কলেজের লেকচারার কাকলী চৌধুরী সেঁজুতি, ন্যাম মানিকগঞ্জ মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, চিকিৎসা সেবায় নার্সদের অসামান্য অবদান থাকলেও আমাদের দেশের নার্সরা নানা বৈষম্যের স্বীকার। বিদ্যমান বৈষম্য দূর করলে নার্সরা আরও আন্তরিকভাবে সেবা দিতে পারবে। তাতে সেবার মান বাড়বে।
আলোচনাশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন শাহ সেলিম রেজা, শাহনাজ পলিসহ অনেকে।