ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মানিকগঞ্জ সদর হাসপাতালে ১,৪০,০০০ টাকার চিকিৎসা সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:-মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তার জন্য আকিজ-মনোয়ারা ট্রাস্টের পক্ষ থেকে মোট ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

তারিখ: ০৩ জুলাই ২০২৫ খ্রি.
স্থান: হাসপাতাল সমাজসেবা কার্যালয়, সদর হাসপাতাল, মানিকগঞ্জ।

এই সহায়তার মধ্যে:

চার জন দরিদ্র রোগীকে জনপ্রতি ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা করে মোট ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা প্রদান করা হয়।

একজন রোগীকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা চিকিৎসা সহায়তা হিসেবে প্রদান করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব আব্দুল বাতেন।

হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা জনাব নিয়াজ মোর্শেদ।

আকিজ-মনোয়ারা ট্রাস্টের প্রতিনিধি এবং সদস্যবৃন্দ।

অনুষ্ঠান চলাকালে উপপরিচালক জনাব আব্দুল বাতেন বলেন,

>
“মানিকগঞ্জের দরিদ্র ও অসহায় রোগীদের সঠিক সময়ে চিকিৎসা সেবা গ্রহণ নিশ্চিত করতে জেলা সমাজসেবা কার্যালয় ধারাবাহিকভাবে সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। আকিজ-মনোয়ারা ট্রাস্টের এই মহতী উদ্যোগ অসহায় মানুষদের চিকিৎসা সেবা পেতে বড় অবদান রাখছে।”
আকিজ-মনোয়ারা ট্রাস্টের প্রতিনিধি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও মানিকগঞ্জের দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় তাদের পক্ষ থেকে।
হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নিয়াজ মোর্শেদ বলেন,“মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীরা অর্থাভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই সহায়তা তাদের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসা পেতে সহায়ক হবে।”
প্রসঙ্গত, মানিকগঞ্জ সদর হাসপাতাল সমাজসেবা কার্যালয় নিয়মিতভাবে সরকারি এবং বেসরকারি উদ্যোগে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল রোগীদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। আকিজ-মনোয়ারা ট্রাস্টের এই সহায়তা প্রাপ্ত রোগীরা বিনামূল্যে ও স্বল্পমূল্যে ওষুধ, পরীক্ষা ও অন্যান্য চিকিৎসা সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এ ধরনের মহতী সহায়তা কার্যক্রম জেলার চিকিৎসা সেবায় ইতিবাচক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। “মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য আকিজ-মনোয়ারা ট্রাস্টের এই সহায়তা সহায়ক ভুমিকা পালন করবে। এছাড়া হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতালে ভর্তিকৃত দরিদ্র ও অসহায় রোগীদের নিয়মিত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

মানিকগঞ্জ সদর হাসপাতালে ১,৪০,০০০ টাকার চিকিৎসা সহায়তা প্রদান

আপডেট সময় : ০৬:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি:-মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তার জন্য আকিজ-মনোয়ারা ট্রাস্টের পক্ষ থেকে মোট ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

তারিখ: ০৩ জুলাই ২০২৫ খ্রি.
স্থান: হাসপাতাল সমাজসেবা কার্যালয়, সদর হাসপাতাল, মানিকগঞ্জ।

এই সহায়তার মধ্যে:

চার জন দরিদ্র রোগীকে জনপ্রতি ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা করে মোট ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা প্রদান করা হয়।

একজন রোগীকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা চিকিৎসা সহায়তা হিসেবে প্রদান করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব আব্দুল বাতেন।

হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা জনাব নিয়াজ মোর্শেদ।

আকিজ-মনোয়ারা ট্রাস্টের প্রতিনিধি এবং সদস্যবৃন্দ।

অনুষ্ঠান চলাকালে উপপরিচালক জনাব আব্দুল বাতেন বলেন,

>
“মানিকগঞ্জের দরিদ্র ও অসহায় রোগীদের সঠিক সময়ে চিকিৎসা সেবা গ্রহণ নিশ্চিত করতে জেলা সমাজসেবা কার্যালয় ধারাবাহিকভাবে সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। আকিজ-মনোয়ারা ট্রাস্টের এই মহতী উদ্যোগ অসহায় মানুষদের চিকিৎসা সেবা পেতে বড় অবদান রাখছে।”
আকিজ-মনোয়ারা ট্রাস্টের প্রতিনিধি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও মানিকগঞ্জের দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় তাদের পক্ষ থেকে।
হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নিয়াজ মোর্শেদ বলেন,“মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীরা অর্থাভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই সহায়তা তাদের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসা পেতে সহায়ক হবে।”
প্রসঙ্গত, মানিকগঞ্জ সদর হাসপাতাল সমাজসেবা কার্যালয় নিয়মিতভাবে সরকারি এবং বেসরকারি উদ্যোগে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল রোগীদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। আকিজ-মনোয়ারা ট্রাস্টের এই সহায়তা প্রাপ্ত রোগীরা বিনামূল্যে ও স্বল্পমূল্যে ওষুধ, পরীক্ষা ও অন্যান্য চিকিৎসা সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এ ধরনের মহতী সহায়তা কার্যক্রম জেলার চিকিৎসা সেবায় ইতিবাচক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। “মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য আকিজ-মনোয়ারা ট্রাস্টের এই সহায়তা সহায়ক ভুমিকা পালন করবে। এছাড়া হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতালে ভর্তিকৃত দরিদ্র ও অসহায় রোগীদের নিয়মিত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।”