সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জ সদর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডি এন সি অভিযান চালিয়ে ০২ গ্রাম হিরোইন সহ আটক ০১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
মোঃ মোবারক হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধি:-
অভিযান টি পরিচালনা করেন এস আই সাইফুর রহমান ভূঁইয়া আটক করা হয় হৃদয় খাঁন ২২ পিতা: আনোয়ার হোসেন মাতা: পারুল বেগম সাং বকজুরী ওয়ার্ড নং ৪ এলাকাস্হ পটলবিল চিতাখোলা শশ্মানের পূর্ব পাশ হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মেজবাহ উল সাবেরিন কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৪( চার )মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/-(দুইশত) টাকা অর্থদণ্ড করা হয়।
হৃদয় খাঁন (২২), পিতা-আনোয়ার হোসেন, মাতা- পারুল বেগম সাং বকজুরী , ওয়ার্ড নং ০৪, মানিকগঞ্জ পৌরসভা থানা ও জেলা মানিকগঞ্জকে বকজুরী এলাকাস্হ পটলবিল চিতাখোলা শশ্মানের পূর্ব পাশ হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।
মোবাইল কোর্টে দন্ডিত আসামীকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ।