মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

- আপডেট সময় : ০২:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ,জেলা প্রতিনিধি:-
মানিকগঞ্জ জেলায় সম্প্রতি সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ০৭ (সাত) টি পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে নির্ধারিত পরিমাণ অর্থের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক [ মনোয়ার হোসেন মোল্লা ] এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, বিআরটিএ-এর প্রতিনিধি এ ডি মাহবুব কামাল পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ব্যক্তিদের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা চেক প্রদান করা হয়। এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে একটি মানবিক সহানুভূতির প্রতিফলন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,
> “সড়ক দুর্ঘটনায় একটি জীবন হারানো বা পঙ্গু হয়ে যাওয়া কোনোভাবেই পূরণীয় নয়, তবে সরকারের এই সহায়তা পরিবারগুলোর কিছুটা হলেও কষ্ট লাঘব করবে। আমরা সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য কাজ করছি।”
পরিবারগুলো সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং দুর্ঘটনা রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।