মাদারীপুর রাজৈরে ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা ও জরিমানা।

- আপডেট সময় : ০২:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

মাদারীপুর রাজৈরে ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা ও জরিমানা।।
সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজৈর বাসস্ট্যান্ডের পাশে নিরাপদ স্বাস্থ্যসেবা হসপিটালে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এসময় হাসপাতাল মালিককে আরো নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবহেলা দায়িত্বহীনতা দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানী ঘটানো ও ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবের কোয়ালিটি ছাড়াই হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং মেয়াদউত্তীর্ন রিএজেন্ট পাওয়ায় হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়। একই সঙ্গে হাসপাতাল মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদারীপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, সরকারি নীতিমালা মেনে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চালাতে হবে। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
I am really inspired together with your writing talents and
also with the layout in your blog. Is that this a paid topic or did you customize it your self?
Anyway keep up the excellent high quality writing, it is uncommon to look a
great weblog like this one nowadays. Tools For Creators!