মাদারীপুরে হিটস্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে
- আপডেট সময় : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ছটফট করে ব্যবসায়ীর মৃ-ত্যু, মাঠে মিললো কৃষকের লাশ।
মাদারীপুরে হিটস্ট্রো কে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও দুপুরে মারা যান কৃষক মোসলেম ঘরামী (৭০)।
নিহত শাহাদাৎ সরদার কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। মোসলেম ঘরামী ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারাখানার ব্যবসায়ী শাহাদাৎ সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির বাইরে তাকে বের করা হলে কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করেন। এরপর ছটফট করে মৃত্যুর কোলে ঢোলে পড়েন শাহাদাত।
অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। কাজের ফাঁকে প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে মৃত্যু হয় মোসলেমের। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে উদ্ধার করে কৃষকের মরদেহ।



















