মাদারীপুরে আগুনে পুড়ে বসতবাড়িসহ ১২টি ঘর ভস্ম।।
- আপডেট সময় : ০৪:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
মাদারীপুরে আগুনে পুড়ে বসতবাড়িসহ ১২টি ঘর ভস্ম।।
স্টাফ রিপোর্টার
মাদারীপুরে চারটি বসতবাড়িসহ বারোটি ঘর আগুনে পুড়ে গেছে। শনিবার দুপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের নজরুল বেপারীর স্ত্রী শামিমা বেগম তার রান্নাঘরে রান্না করতেছিলেন।
এসময় তিনি রান্নার কাজের মসলা বসতঘরে আনতে যান। পরে রান্না ঘরে থাকা পাটখড়িতে চুলার আগুন লাগে। পরে আস্তে আস্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নজরুল বেপারীর ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফরণ ঘটে।
এতে চারটি বসতবাড়ি, চারটি রান্নাঘর ও চারটি গোয়ালঘর পুড়ে যায়। স্থানীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। এসময় আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন দুইজন।
ফাসার সার্ভিসের পরিদর্শক মো. নুর মোহাম্মদ শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিয় ঘটনাস্থলে গিয়ে ২ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে সুত্রপাত হয় রান্নাঘর থেকে। ক্ষতির পরিমান ১২ লক্ষ টাকা। এসময় আমরা ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি।