মাদক সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত চুয়াডাঙ্গা ভিমরুল্লার চঞ্চলসহ ৩জন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ও সাজাপ্রাপ্তসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি কুড়ালাগাছি ইউনিয়নের কুড়ালগাছি পশ্চিম পাড়ার রহিমের ছেলে সাজাপ্রাপ্ত জমশেদ (২৮), পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাদক মামলার পলাতক আসামি রাশেদ (১৮) ও চুয়াডাঙ্গা ভীমরুল্লা এলাকার মৃত বিশারত মন্ডলের ছেলে মঈন উদ্দীন চঞ্চল (৪২)। এদের মধ্যে ফেনসিডিল সেবন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মঈন উদ্দিন চঞ্চলকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দর্শনা থানার পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালায় আকন্দবাড়িয়া গাং ধার পাড়ায়। অভিযানে পুলিশ এক বোতল ফেনসিডিল সেবন করার অপরাধে সাংবাদিক পরিচয় দানকারী মঈন উদ্দিন চঞ্চলকে গ্রেফতার করে। পরে দামুড়হুদা অ্যাসিল্যান্ড ও দর্শনা পৌরসভার প্রশাসক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ দিনের কারাদণ্ড দেয়। গতকালই তাদের তিনজনকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।