মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই :শামা ওবায়েদ
- আপডেট সময় : ১০:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেনঃ
ফরিদপুরের সালথায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ আয়োজনে পুরো এলাকা পরিণত হয় উৎসবে। খেলা ঘিরে দুপুর থেকেই বিভিন্ন স্থান থেকে দলে দলে দর্শকরা সমবেত হতে শুরু করেন। জমজমাট এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।
ফাইনালে ফরিদপুর একাদশ মুখোমুখি হয় নগরকান্দা ফুটবল একাডেমির। শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণে খেলাটি হয়ে ওঠে টানটান উত্তেজনাপূর্ণ। দুই দলই একে অন্যকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় আটকে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফরিদপুর একাদশ ২–১ গোলের ব্যবধানে নগরকান্দাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গোল হবার পরপরই মাঠের চারপাশে উপস্থিত হাজারো দর্শকের করতালি ও উল্লাসে পুরো গট্টি উচ্চ বিদ্যালয় মাঠ যেন কেঁপে ওঠে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে ফরিদপুর একাদশের খেলোয়াড় ও সমর্থকরা।
খেলা শেষে এক উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর–২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বলেন,“মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। তরুণরা যখন মাঠমুখী হয়, তখন তারা খারাপ পথ থেকে দূরে থাকে। মাদকমুক্ত, সুস্থ ও সৃজনশীল এক প্রজন্ম গঠনে এমন ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি মরহুম কেএম ওবায়দুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বলেন,“তিনি আজীবন যুব উন্নয়ন, খেলাধুলা ও এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এই টুর্নামেন্ট এক ঐতিহ্যে পরিণত হোক—এটাই আমাদের প্রত্যাশা। আগামীতেও আরও বৃহৎ পরিসরে এ গোল্ডকাপ আয়োজনের ইচ্ছা ব্যক্ত করছি।”
টুর্নামেন্ট কমিটির সভাপতি ও গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহীন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, গট্টি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খন্দকার রেজাউর রহমান চয়ন, বিএনপি নেতা শাহিনুর রহমান শাহীন, শওকত আলী শরীফ, নুর আলম মোল্যা, নুর মোহাম্মদ নুরু, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন এবং ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এ ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ—মুনছুর মাতুব্বর, আবু কাইয়ুম, এনায়েত হোসেন চানমিয়া, হাফেজ মহিউদ্দিন, মনিরুজ্জামান মনিরসহ বিপুলসংখ্যক সাধারণ দর্শক মাঠে উপস্থিত থেকে পুরো ম্যাচ উপভোগ করেন। খেলার বিরতিতে নানা সাংস্কৃতিক পরিবেশনাও ছিল দর্শকদের বিনোদনের উৎস।
স্থানীয়দের মতে, সালথা–নগরকান্দা অঞ্চলে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং এটি হয়ে উঠেছে সামাজিক সম্প্রীতি, যুবসমাজকে একত্রিত করা এবং তরুণদের মাদকমুক্ত রাখতে বড় ভূমিকা রাখা এক উৎসবমুখর আয়োজন।



















