সংবাদ শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC জেলা কার্যালয় মানিকগঞ্জ অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাজাসহ আটক ০১

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

মোঃ মোবারক হোসেন:-
মোঃ সুজন শেখ(৩৫), গ্রেফতার, পিতা মৃত মঙ্গল সেখ , মাতা রাশেদা বেগম,সাং তেওতা বাসেট, ওয়ার্ড নং ০৪,ইউ পি তেওতা পোঃ তেওতা, থানা শিবালয়,জেলা মানিকগঞ্জ।
অভিযান পরিচালনা করে তার বসতঘর তল্লাসী করে ৭৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৫, তারিখ ১৩/১১/২৪।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুজন শেখ কে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে শিবালয় থানায় রাত্রি কালিন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।