মাতৃভাষা দিবস পালন করেছে বা. কোচ আদিবাসী ইউনিয়ন।
- আপডেট সময় : ০৪:২৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
মাতৃভাষা দিবস পালন করেছে বা. কোচ আদিবাসী ইউনিয়ন।
মোহাম্মদ সালাহ্উদ্দিন, সখিপুর উপজেলা প্রতিনিধি, টাঙ্গাইল । টাঙ্গাইল, সখিপুরের বড়চওনা সূর্য-জ্যোতি শপিং কমপ্লেক্সে আন্তর্জাতি মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আয়োজনে
আলোচনা সভা ও লেখক পালক কোচ রায়চাদ বর্মন কে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি কোচ রতন কুমার রায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা আওয়ামীলীগের নীতিনির্ধারণী সদস্য অধ্যাপক খান মোহাম্মদ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চওনা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আতিকুল হক ছমির, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রূপচান বর্মন, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি পরিমল বর্মন, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মানিক বর্মন,ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কোচ, প্রখ্যাত নাট্যকার ও বিজ্ঞাপন কণ্ঠদাতা বজলুর রহমান খোকন, কবি ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার কবি শাহআলম সানি সহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন উপজেলা ও জেলা থেকে কোচ আদিবাসী জাতি বংশের নেতাকর্মী সহ কোচ বংশভূত নারী পুরুষ ও শিশু কিশোররা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন। আলোচকগণ আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে কোচ আদিবাসীদের নিজস্ব ভাষা,জীবনাচার, সাহিত্য-সৃস্কৃতি ও পূজা পার্বনের উপর বিষদ আলোকপাত করেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোচ আদিবাসীদের ভাষাকে পৌছে দেওয়ার জন্য লেখক পালক কোচ রায়চাদ বর্মনের কোচ ভাষার উপর রচিত “কোচ ভাষা শিক্ষা (থীর) বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং কোচ ভাষার উপরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার গুরুত্বারোপ করেন এবং কোচ ভাষাকে পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করার গুরুত্ব দিয়ে আলোকপাত করা হয়। উক্ত অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব যেমন বেড়েছে ঠিক তেমনি আদিবাসীদের কোচb ভাষার প্রতিও উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে এবং জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।