মাঠ কাঁপালো পুলিশ! ডিউটির চাপ ভুলে ঝিনাইদহে ফুটবল উৎসবে মাতোয়ারা পুলিশ সদস্যরা
- আপডেট সময় : ০৮:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-
চব্বিশ ঘণ্টা জনগণের নিরাপত্তায় নিয়োজিত তারা। অপরাধ দমন আর আইন-শৃঙ্খলা রক্ষাই যাদের মূল ব্রত। কিন্তু সেই কঠোর ডিউটির ফাঁকেও যে বিনোদনের প্রয়োজন আছে, তারই প্রমাণ মিলল ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে। একটানা কাজের ধকল ভুলে ফুটবল উৎসবে মেতে উঠলো ঝিনাইদহ জেলা পুলিশ।
২২ নভেম্বর, ২০২৫ (শনিবার) বিকেলে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় ‘ঝিনাইদহ জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমজমাট ফাইনাল খেলা। জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় পুলিশ লাইন্স ও পুলিশ অফিস দল।
টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ হাসি হাসে পুলিশ লাইন্স দল। তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, অন্যদিকে রানার্স আপ হয় পুলিশ অফিস দল।
মাঠে উপস্থিত থেকে পুরো খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ যোগান ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসপি বলেন, “ফোর্সদের উজ্জীবিত রাখতে এবং মানসিক চাপ কমাতে এ ধরনের বিনোদনের বিকল্প নেই।”
এ সময় উৎসবমুখর পরিবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মাহফুজ হোসেন, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) জনাব মোঃ আখতারুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




















