মহেশপুরে বাস ট্রাকের সংঘর্ষে আহত ১৫

- আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার(২১ আগস্ট) সকালসাড়ে ৫ টার দিকে উপজেলার জীবননগর কালীগঞ্জ সড়কের তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন ঘটনাস্থলে পৌঁছালে তুষার সিরামিকস কারখানা থেকে একটি ট্রাক বের হয়ে আসে। এসময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গোল্ডেন লাইন পরিবহনে থাকা ১৫ জন যাত্রী আহত হন,খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়,গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে,মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।