মহেশপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শ্যামলী খাতুন (৪২) ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।স্বরূপপুর ইউনিয়নের ইউপি সদস্য বজলুর রহমান জানান, বিকেলে বাড়িতে এসে তার ছেলে রতন মায়ের কাছে খাবার চায়। খাবার দিতে দেরি হওয়ায় মায়ের সাথে রতনের বাক-বিতন্ডা হয় এক পর্যায়ে রতন বাঁশের লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে শ্যামলী খাতুন গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে পার্শ¦বর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে মহেশপুর থানার দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশিস দাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এছাড়াও তাৎক্ষণিক মহেশপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান কাজল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এর কয়েক ঘন্টার মধ্যে হত্যাকারী পলাতক রতনকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন এসআই আশিস দাস।