ভাষা শহীদদের প্রতি বাকৃবি উপাচার্যের শ্রদ্ধা
- আপডেট সময় : ০৪:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে ৬টা ১ মিনিটে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এছাড়া খালিপায়ে প্রভাতফেরি, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও আবৃত্তিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।
দিবসটি উপলক্ষে সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য। এসময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদদের স্মরণে বাকৃবি উপাচার্য বলেন, আজকে এই জনসমুদ্র প্রমাণ করে ভাষা শহীদদের আমরা ভুলে যাইনি। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা আমাদের মাঝে নেই। তারা যদি শহীদ না হতেন হয়তো অনেকদিন বেঁচে থাকতেন। তবে ভাষা আন্দোলনে তাদের ত্যাগ আমাদের মাঝে অমর করে দিয়েছে। যতদিন বাঙালি জাতি থাকবে বাংলা ভাষা থাকবে ততদিন বাঙালি জাতি তাদের স্মরণ করবে। কোন ত্যাগী বৃথা যায় না। সকল ত্যাগ মানুষের কাছে কোন না কোন ভাবে মূল্যায়িত হয়।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: মাতৃভাষার সঠিক চর্চা ও প্রয়োগে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাকৃবি শিক্ষক সমিতি। আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এছাড়াও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নতুন কারিকুলাম বিস্তারণ উপপরিচালক ড. কুদরত-ই-হুদা।