মসজিদ কমিটি নিয়ে সংর্ঘষে আহত ১০

- আপডেট সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গাজীপুরের শ্রীপুর বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে সংঘাতে আহত ১০জন। ঘটনাটি ঘটে শুক্রবার জুমা’র নামাজের পর। হতাতরা হলেন- মাইনুদ্দীন (৬৫) জব্বার (৬০) অবস্থা আসংখ্যা জনকতাকে ময়মনসিংহ হাসপাতালের রেফার করা হয়েছে। সত্তার (৫৬) ওয়াদুদ (৩৬) ফরিদ (৫৫) সীমান্ত (২২) নাজমুল (২৮) আকবর (৫৫) পারভেজ (২৪) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যানা যায় মসজিদ মাদ্রাসা নিয়ে দৃর্ঘদিন যাবৎ স্থানীয় সুন্নী পীড় করিম (৬৫) ও তার ছেলে বাকী (৩০) উস্কানিতে তাদের বক্ত শাহজাহান (৬০) পারভেজ (২৪) আকবর (৫৫) নাজমুল (২৮) আতিকুল (৪৫) বারেক (৫৫) উজ্জল (৪০) হাদিস মেম্বার (৫০) মিলিত হয়ে মসজিদ মাদ্রাসার সাবেক কমিটি ভেঙ্গে নতুন করে তারা কমিটি করে সুন্নী ঈমাম দিয়ে নামাজ পড়াবে পরিকল্পনা করে। মাদ্রাসা বর্তমান ৭০ -৮০জন ছাত্রদের বের করে দিয়ে সুন্নী মাদ্রাসা করবে। দূর্ঘ ৭মাস যাবৎ সাবেক ক্যাশিয়ার নাজমুল মসজিদের টাকা তুলে নিয়ে যায়,