মনিরামপুর মেন সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বায়ু দূষণ কারি পোলট্রি মুরগির লিটার
- আপডেট সময় : ০১:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
মনিরামপুর মেন সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বায়ু দূষণ কারি পোলট্রি মুরগির লিটার
নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার, বিভিন্ন এলাকার মেন সড়ক বা, হাট বাজারের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, দূর গন্ধ জনিত,পোলট্রি মুরগির লিটার,নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন মাছ চাষীদের ঘেরে, আর এই লিটার কে , এখন তৈরি করা হয়েছে, মাছের প্রধান খাবার হিসেবে,আর এই অতিরিক্ত দূর গন্ধ জনিত, মুরগির লিটার, নিয়ে যাওয়া হয় রাতের আঁধারে উপজেলার বিভিন্ন এলাকার,হাট বাজার,অথবা পাড়া মহল্লার সড়ক দিয়ে, বাজারে থাকা, নাইট গার্ডের সুত্রে জানা যায়।প্রায় প্রতি রাতেই ৭ থেকে ৮ টি রোটার গাড়িতে না ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে লিটার, এতে অতিরিক্ত দূর গন্ধ ছড়িয়ে পড়লে বিপাকে পড়তে হচ্ছে বাজারে থাকা নাইট গার্ড পথচারী ও সড়ক এর পাশে, বসত করা সাধারণ মানুষের, লিটার বহন কারি ড্রাইভারদের। লিটার ঢেকে আনার কথা বললে শুনতে নারাজ তারা , এলাকার সাধারণ মানুষ, ঢেকে আনার কথা বললে তাদের কে রীতি মতো, ক্ষমতার প্রভাব খাটায়ে শাসিয়ে, চলে যায়। বেসিরভাগ দুর্ভোগ এর কবলে পড়তে হচ্ছে,উপজেলার ঢাকুরিয়া বাজারের, নাউট গার্ড ও সড়ক এর , পাশে বসত করা সাধারণ মানুষ, অনেকেই আবার লিটার বহন বন্ধের দাবী জানান প্রশাসনের কাছে