মনিরামপুরে বিএনপির ঐতিহাসিক ঐক্য: একক প্রার্থীর পক্ষে একতাবদ্ধ নেতা-কর্মীরা

- আপডেট সময় : ১০:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোর-৫ (মনিরামপুর) আসনকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একটি স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত রচিত হলো মনিরামপুরে। দীর্ঘদিনের বিভক্তি, মতানৈক্য ও নানা রাজনৈতিক দূরত্বকে পেছনে ফেলে অবশেষে একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হলেন মনিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
গত ১৬ জুন রাতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে এক হৃদয়ছোঁয়া দৃশ্যের অবতারণা ঘটে। যশোর জেলা বিএনপির সদস্য মোঃ মুছা এবং উপজেলা বিএনপির দুই বিভক্ত অংশের নেতাকর্মীরা একত্রিত হয়ে হাতে হাত রেখে প্রতীকী ঐক্যের অঙ্গীকার করেন। হাস্যোজ্জ্বল মুখাবয়বে তাঁরা এই বিরল রাজনৈতিক মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, পৌর ও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা জানান, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক নির্দেশনার আলোকে যশোর-৫ আসনে যাকে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, সকল নেতা-কর্মী তাঁকে বিজয়ী করতে মাঠে থাকবে। কেউ ব্যক্তিগত চাওয়া-পাওয়ার উর্ধ্বে উঠে দলীয় স্বার্থে কাজ করবেন—এটাই ছিল সম্মিলিত বার্তা।
এ সময় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে তুলে ধরেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। তিনি বলেন, “আমার আকাঙ্ক্ষা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় বিএনপির। আমি এবং আমাদের পুরো টিম দলের প্রার্থীর হয়েই মাঠে নামবো, যদি আমি মনোনীত না-ও হই।”
একই সঙ্গে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দেন আরেক মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুও। তিনি বলেন, “আমার প্রত্যাশা থাকলেও দলের চূড়ান্ত সিদ্ধান্তই মেনে নিতে হবে। যে কেউ হোক, ধানের শীষের জয় নিশ্চিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মনিরামপুরে বিএনপির মধ্যে এই ঐক্য আসন্ন নির্বাচনে একটি শক্তিশালী বার্তা দিতে পারে এবং তৃণমূল পর্যায়ে দলকে নতুনভাবে সংগঠিত করার পথ খুলে দেবে।