মনিরামপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইফতেখার সেলিম অগ্নি — জনগণের আস্থার প্রতীক
- আপডেট সময় : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার, মনিরামপুর:
যশোর-০৫ (মনিরামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা ইফতেখার সেলিম অগ্নি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মনিরামপুর উপজেলার রাজনীতি, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের অবদান স্থানীয় জনগণের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।
করোনা মহামারীর ভয়াবহ সময়ে যখন মানুষ ঘর থেকে বের হতে পারেনি, খেটে খাওয়া পরিবারগুলো যখন অনাহারে দিন কাটাচ্ছিল— ঠিক তখনই ইফতেখার সেলিম অগ্নি নিজস্ব উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে ছুটে গিয়েছেন।
তিনি নিজ হাতে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছেন।
এমনকি অনেক পরিবারে চুলা জ্বালানোর উপকরণ না থাকায় তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
শুধু মহামারী নয়— বর্ষাকালে বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও তার উপস্থিতি দেখা যায়।
বৃষ্টি ও বন্যায় উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেলে তিনি নিজ অর্থায়নে গরিব, দুঃখী ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করেন।
স্থানীয়রা বলেন, “মানুষের দুঃসময়ে অগ্নি ভাইকে পাওয়া যায়, তাই আমরা তাকে গরিবের বন্ধু বলি।”
রাজনৈতিকভাবে তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
দলীয় ত্যাগ ও নিষ্ঠার কারণে তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন, হাট-বাজার ও গ্রামে গ্রামে তিনি এখন পরিচিত মুখ।
জনগণের সুখ-দুঃখে পাশে থেকে তিনি সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন।
ইফতেখার সেলিম অগ্নি বলেন,
মনিরামপুর আমার ভালোবাসার জায়গা, এখানকার মানুষ আমার পরিবার।আমি রাজনীতি করি জনগণের সেবা করার জন্য।যদি সুযোগ পাই, আমি মনিরামপুরের উন্নয়নে আমার সবটুকু নিবেদন করব। আমার একটা চাওয়া জনগণ যেন আমাকে তাদের ভাই হিসেবে রাখে,আমি যেন তাদের পাশে থাকতে পারি।
বর্তমানে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন।
তার এসব কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলা জুড়ে আলোচনা— ইফতেখার সেলিম অগ্নি যদি বিএনপির ধানের শীষ প্রতীক পান, তবে মনিরামপুরে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে।
স্থানীয় বিশিষ্টজন ও সাধারণ মানুষ একবাক্যে বলছেন,
“জনগণের দুঃসময়ের সঙ্গী, সেবামূলক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ইফতেখার সেলিম অগ্নি — তাকেই আমরা ধানের শীষ প্রতীকে দেখতে চাই।”


















