ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আঘাত দুইদিন ব্যাপী নিজ বাড়িতে রোগী দেখছেন ডাক্তার শহিদুল আলম শায়েস্তাগঞ্জে এনা পরিবহনের বাস খাঁদে পড়ে শিশুসহ ২০ জন আহত গাবখালী নাম যজ্ঞে মনিরামপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ জাকির হোসেনের উপস্থিতি কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলমের মতবিনিময় শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি: রাশেদ খান বি আই ডব্লিউটি এর মাধ্যমে ড্রেজিং করে বালু উত্তোলনের বিরুদ্ধে মানবন্ধন সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে গোলাম আজম সৈকত দৈনিক বাংলাদেশের চিত্র অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা

ভ্রাম্যমাণ আদালতের সামনে যাত্রীকে পেটালেন শ্রমিকরা

রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ৮ বার পড়া হয়েছে

ঈদযাত্রায় ফিরতি টিকিটের দাম বেশি নেয়ার অভিযোগ করেন এক যাত্রী। এ অভিযোগ পেয়ে ঝিনাইদহ বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী যাত্রীকে ছিনিয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে বেধড়ক মারধর করেন পরিবহন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের থেকে ছিনিয়ে নিয়ে যাত্রীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাবাসীর মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। পুলিশ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেয়ায় সাধারণ যাত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

তালহা জুবায়ের নামে আরেক যাত্রী বলেন, বেশি ভাড়া নেয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের নামে অভিযোগ করেন এক যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহন শ্রমিকরা অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে চারটার দিকে এক যাত্রী জরুরি সেবা হটলাইনে ফোন করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকাল ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মীরা ধর্মঘট শুরু করেন। এ সময় তারা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে ছিনিয়ে নিয়ে মারধর করেন পরিবহন শ্রমিকরা।

জানা গেছে, ঝিনাইদহ টু ঢাকা বাস ভাড়া ৬৫০ টাকা হলেও কাউন্টারের শ্রমিক নেতারা ৮০০ টাকা ভাড়া নিচ্ছেন। এ নিয়ে যাত্রীদের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।

ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতি পরিচালনা পরিষদের প্রধান রোকনুজ্জামান রানু বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অভিযান পরিচালনার সময় সমিতির ঊর্ধ্বতন লোকজন আদালতের সঙ্গে উপস্থিত থাকলে এই ঘটনা ঘটতো না। যাত্রীদের সেবায় আমাদের শ্রমিক ভাইয়েরা রাত দিন কাজ করে যাচ্ছেন। যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সমাধান করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

ভ্রাম্যমাণ আদালতের সামনে যাত্রীকে পেটালেন শ্রমিকরা

আপডেট সময় : ১২:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

ঈদযাত্রায় ফিরতি টিকিটের দাম বেশি নেয়ার অভিযোগ করেন এক যাত্রী। এ অভিযোগ পেয়ে ঝিনাইদহ বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী যাত্রীকে ছিনিয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে বেধড়ক মারধর করেন পরিবহন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের থেকে ছিনিয়ে নিয়ে যাত্রীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাবাসীর মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। পুলিশ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেয়ায় সাধারণ যাত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

তালহা জুবায়ের নামে আরেক যাত্রী বলেন, বেশি ভাড়া নেয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের নামে অভিযোগ করেন এক যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহন শ্রমিকরা অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে চারটার দিকে এক যাত্রী জরুরি সেবা হটলাইনে ফোন করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকাল ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মীরা ধর্মঘট শুরু করেন। এ সময় তারা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে ছিনিয়ে নিয়ে মারধর করেন পরিবহন শ্রমিকরা।

জানা গেছে, ঝিনাইদহ টু ঢাকা বাস ভাড়া ৬৫০ টাকা হলেও কাউন্টারের শ্রমিক নেতারা ৮০০ টাকা ভাড়া নিচ্ছেন। এ নিয়ে যাত্রীদের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।

ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতি পরিচালনা পরিষদের প্রধান রোকনুজ্জামান রানু বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অভিযান পরিচালনার সময় সমিতির ঊর্ধ্বতন লোকজন আদালতের সঙ্গে উপস্থিত থাকলে এই ঘটনা ঘটতো না। যাত্রীদের সেবায় আমাদের শ্রমিক ভাইয়েরা রাত দিন কাজ করে যাচ্ছেন। যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সমাধান করব।