ভ্রাতিত্বের ইফতারে জাবির তাজউদ্দিন আহমেদ হল
- আপডেট সময় : ০৭:১৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোটার :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পড়াশোনার তাগিদে দেশের নানা প্রান্ত থেকে আসেন শিক্ষার্থীরা। এখানে এসে থাকতে তাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে।
পরিবার থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীরা চাইলেও পরিবারের সদস্যদের সঙ্গে সেহরি কিংবা ইফতারের সুযোগ পান না। এ শূন্যতা অনেকটাই দূর করেছে ক্যাম্পাসের কোনো না কোনো ইফতার আয়োজন।আজ সোমবার (১৮ই জানুয়ারি) নবনির্মিত শহিদ তাজ উদ্দীন আহমেদ হলে ২০২১-২২ শিক্ষাবর্ষ (৫১ তম আবর্তন) এর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন হয় সম্মিলিত ইফতারের।
সরেজমিন দেখা যায় বেশ ভ্রাতিত্বপূর্ণ বন্ধনেই চলছিলো ইফতারের এ আয়োজন। আয়োজনে ৫১ তম আবর্তনের প্রায় শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খাবার ম্যানুতে ছিলো- খেজুর, চিকেন বিরিয়ানি,কোমল পানীয় ইত্যাদি।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই রমজান মাসে নিজের পরিবার-পরিজন ছেড়ে কয়েকশ কিলোমিটার দূরে এই জাবির ৬৯৭ একরের মাঝে থেকে আমরা যারা রোজা করছি, তাদের জন্য আসলেই এটা একটা বড় চ্যালেঞ্জ। ক্যাম্পাস জীবনে একসঙ্গে ইফতার তাদের উৎফুল্ল করে তোলে। এতে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
তারা আরও বলেন, রমজান মাসে পরিবার থেকে দূরে থাকাটা সবার জন্যই বেশ আক্ষেপের। এমন সময় বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র, বন্ধু-বান্ধব সবাই মিলে ইফতার করতে পারাটা আনন্দের। ডিপার্টমেন্ট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল এমনকি ক্যাম্পাসের মুক্ত মঞ্চে, ক্যাফেটেরিয়ায় বন্ধুরা পেপার বিছিয়ে বসে একসঙ্গে ইফতার ভাতৃত্ব বন্ধন সুদৃঢ় করছে।
উল্লেখ্য, রমজান মাস শুরু হলে জাবিতে শিক্ষার্থীদের অনেককেই একসঙ্গে নিজেদের হলের রুমমেট, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়রদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়,কেন্দ্রীয় মাঠে, কেন্দ্রীয় মসজিদে,হলের ছাদে, ভার্সিটি গেটের ছোটো ছোটো টং দোকানগুলোতে ইফতারিতে অংশগ্রহণ দেখা যায়। এ ছাড়াও ইফতার মাহফিল আয়োজনে তৎপর বিভিন্ন বিভাগ, বিভাগের অ্যালামনাই, আঞ্চলিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও ।