ভোমরা স্থলবন্দর মেনরোডে পোস্ট লাইট অচল

- আপডেট সময় : ০২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীনঃ-
ভোমরা স্থল বন্দর জিরো পয়েন্ট থেকে হাইওয়ে রোডে রাশিদা বেগম স্কুল পর্যন্ত দীর্ঘ কয়েক মাস ধরে রাতের বেলা কোন লাইট পোস্ট আলো জলে না রোডের দুই পাশে স্থানীয় দোকানদার শ্রমিক ও স্থানীয় জনসাধারণ জানায় মেন রোডের পোস্ট লাইট গুলো না জলায় বন্দরে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে জনসাধারণের চলাচলের কষ্ট শ্রমিকদের কাজ করার অসুবিধা এলাকাবাসী জানায় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়ন জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে কিছু অসাধু দপ্তরের প্রধানরা সরকারের দেওয়া অর্থ কে তারা যথাযথভাবে কাজে ব্যয় না করে সরকারের চোখ ফাঁকি দিয়ে অর্থ গুলো আত্মসাৎ করছে উদ্ধাতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি তদন্তপূর্বক দ্রুত বন্দরের রোড লাইট গুলো প্রতিনিয়ত জলে তার জন্য আশু হস্তক্ষে কামনা করেন এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সাহেবের কাছে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন হাইওয়ে রোড লাইট এর কোন দায়িত্ব বন্দর কর্তৃপক্ষ নেই এ পোস্ট লাইট এর সম্পূর্ণ দায়িত্ব রোডস এন্ড হাইওয়ে দপ্তরে তিনি আরো জানান আমাদের বন্দরের সাব স্টেশন হতে বিদ্যুৎ লাইন আমরা দিয়ে থাকি এবং এর বিদ্যুৎ বিল আমরা নিজেরাই বহন করি রোড লাইট পোস্টগুলি আন্ডারগ্রাউন্ড দিয়ে লাইন টানা তার মানসম্মত না হওয়ায় লাইনগুলি ফল্ট হয়ে আছে বন্দর থেকে বিদ্যু লাইন দিলে শর্ট সার্কিট এর কারণে আমাদের বন্দরের সাব-স্টেশনের ব্রেকার পড়ে যায় বন্দর আলো জ্বালানো সম্ভব হয় না তাই আমরা বন্দর থেকে লাইন দেই না তিনি বলেন এ বিষয়ে রোডস হাইওয়ে কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি তিনি আরো বলেন আন্ডার গ্রাউনের শর্ট সার্কিট বন্ধ হয়ে গেলে আমরা পুনরাবার লাইন দিব বন্দরে এলাকার সাধারণ মানুষ ও শ্রমিকরা জানায় পোস্ট লাইট গুলি লাগানোর পর কয়েক দিন জ্বলেছিল সেখান থেকে দীর্ঘ মাস বন্ধ আছে উদ্যাতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি তদন্ত পূর্বক দ্রুত পোস্ট লাইট গুলি জলে তার ব্যবস্থা গ্রহণের জন্য এবং বন্দরের সৌন্দর্য পুনরায় ফিরে আসুক