সংবাদ শিরোনাম :
প্রচ্ছদ /
অর্থনীতি, আইন-আদালত, আন্তর্জাতিক, ক্যাম্পাস, খেলাধুলা, গণমাধ্যম, চাকরি, জাতীয়, টপ টেন, তথ্যপ্রযুক্তি, ধর্ম, নারী ও শিশু, প্রবাস, ফিচার, বিশেষ প্রতিবেদন, ভ্রমণ, রাজনীতি, লাইফস্টাইল
ভুমি ক্ষুদ্রনিগোষ্ঠীর ১৩ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী জানিয়েছেন।।

রাশেদুল ইসলাম
- আপডেট সময় : ০৯:১৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িয়া ছনী দিঘির পাড়ের টিলায়, বসবাস কারী ১৩ টি পরিবার দীর্ঘ ৫৫ বছর ধরে পরিবারের অন্যান্য সদস্যদের কে নিয়ে একটি একান্নবর্তী পরিবার স্থায়ীভাবে জীবন যাপন করে আসছে। বর্তমানে সরকারী খাস জমিতেই তাদের বসত ভিটে। সরকার জেনো এই ভূমি অন্য কোন কোম্পানিকে লিজ না দেন। মূল বিষয় হলো,, এই দীঘির পাড়ের টিলা থেকে ক্ষুদ্রনিগোষ্ঠীরা আপন বসত ভিটা রেখে অন্যত্রে জেতে চায় না।
১৩টি পরিবারে মধ্যে ১০৮ জন সদস্য আছে।সবার একটাই কথা আমাদেরকে যেন সরকার উচ্ছেদ না করে।
অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন তিনি জেনো তাদের কে স্থায়িভাব পূর্ণবাসনের ব্যবস্থা করে দেন।