ভালুকা সাংস্কৃতিক ফোরাম সম্মেলন অনুষ্ঠিত :জাহাঙ্গীর সভাপতি সুজন সম্পাদক।
- আপডেট সময় : ১২:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
ভালুকা সাংস্কৃতিক ফোরাম সম্মেলন অনুষ্ঠিত :জাহাঙ্গীর সভাপতি সুজন সম্পাদক।
নিজস্ব প্রতিনিধি: রহমান :ময়মনসিংহ জেলায় ভালুকা সাংস্কৃতিক ফোরামের দিবার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শনিবার ২মার্চ বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ময়মনসিংহ স্থানীয় সরকার এর উপ-পরিচালক উপ সচিব মোঃ শফিকুল ইসলাম এর উদ্বোধনী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মোঃ সারওয়ার জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ পৌর মেয়র ডাক্তার মেজবাহ উদ্দিন কাইয়ুম,থানা নির্বাহী কর্মকর্তা আলি নুর ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ওসি শাহ কামাল আকন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১১ টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত ভালুকা সাংস্কৃতিক ফোরামের সম্মেলনে এফএম জাহাঙ্গীর আলম সৃষ্টি কলার পরিচালক সভাপতি এস এম সুজন খান কলকাকলি পরিচালক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় ১১ টি সংগঠনের পরিচালক কলাকৌশলী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়