সংবাদ শিরোনাম :
ভারত থেকে আসছে বাংলাদেশে বিদুৎ

নিজেস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
কারিগরি ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরেছে ভারতের ঝাড়খণ্ডের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। সোমবার (১ জুলাই) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৮টা নাগাদ একটি ইউনিট উৎপাদনে ফিরেছে। যা থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে বাংলাদেশে আসছে।
এরআগে, শুক্রবার (২৮ জুন) সকালে ১৪৯৬ মেগাওয়াট কয়লাভিত্তিক আদানি গ্রুপের কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্টরা জানান, প্ল্যান্টের সার্কুলেটিং ওয়াটার পাম্পের একটি ভাল্বে ফুটো পাওয়া গিয়েছিল, যে কারণে একটি ইউনিট বন্ধ করে দেয়া হয়। এছাড়া আরও একটি ইউনিটেও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে উৎপাদন বন্ধ রয়েছে। সেটি এই সপ্তাহে উৎপাদনে ফিরতে পারে।