ব্রক্ষ্মপুত্র নদের উপর গাইবান্ধা বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৩:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
ব্রক্ষ্মপুত্র নদের উপর গাইবান্ধা বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
নিজেস্ব জেলা প্রতিনিধি
ব্রক্ষ্মপুত্র নদের উপর গাইবান্ধা বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে শহরের ডিবি রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধাসহ রংপুর বিভাগের ৮ টি জেলার মানুষ অবহেলিত ও অনুন্নত জনপদ শিল্প বাণিজ্যের ক্ষেত্রে বঞ্চিত উন্নয়নের প্রধান অন্তরায় যোগাযোগ ব্যবস্থায় নাজুক থাকায় শিল্প ক্ষেত্রে ও অর্থনৈতিক ভাবে এই বিভাগের মানুষ জাতীয় উন্নয়নের এর মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন রয়েছে। তাই অর্থনৈতিক শিল্প বৈষম্য দূরে করণের লক্ষ্যে ব্রক্ষপুত্র নদের উপর বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। টানেল নির্মাণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী বলেন, উত্তর অঞ্চলের অর্থনৈতিক ও শিল্প থেকে গাইবান্ধা জেলার মানুষ অনেক পিছিয়ে রয়েছেন। ব্রক্ষ্মপুত্র নদে টানেল নির্মাণ হলে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ কলকারখানা ও বিভিন্ন শিল্প গড়ে উঠে পিছিয়ে পড়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে; তাই প্রধানমন্ত্রীর নিকট টানেল নির্মাণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী, সাধারণ সম্পাদক জে.এইচ মজকুরি অনু, ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, হাফিজার রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।