সংবাদ শিরোনাম :
ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

এ.কে.আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিক্তিক নিয়োগ প্রদানের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
এসময় বক্তব্যারা বলেন, এসআলম গ্রুপের বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে হবে এবং পাচারকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এসআলম গ্রুপ যে নিয়োগগুলো প্রদান করেছে তা বাতিল করে যোগ্য এবং দক্ষ ব্যাক্তিদের নিয়োগ প্রদান করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাকুরী প্রত্যাশি সাব্বির হোসেন, কাজল, রিয়াজুল ইসলাম, শামিম, সোহেল, আইনাল হক, ফারজানা আক্তার প্রমুখ।