যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যুগ্ম আহবায়ক সজীব নিখোঁজ

- আপডেট সময় : ০৬:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, যশোর জেলা প্রতিনিধি:
যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যুগ্ম আহবায়ক ছিল। কয়েক সপ্তাহ আগে সে ঐ কমিটি থেকে পদত্যাগ করে এবং সে বিপ্লব-২৪ নামক নতুন একটা স্বেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক ছিল।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সজীব হোসেনের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজেদ হোসেন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
সজীবের রোল নাম্বার ১৯১১৩৭। তার স্থায়ী ঠিকানা রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে। তিনি আবু বাক্কারের ছেলে। জানা গেছে, সজীবের ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ রয়েছে।
সজীবের পরিবার তার কোনো খোঁজ দিতে পারেনি। তার বোন লাবনীর সাথেও যোগাযোগ করা হলেও বাসা থেকে কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজেদ হোসেন যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন, যার নম্বর ৭৫৯। এটি ডিউটি অফিসার শারমিন গ্রহণ করেছেন।
সজীবের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তার সহপাঠী ও শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তার সন্ধান পাওয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।