“বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের”
- আপডেট সময় : ০৬:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।রোববার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের ডম্বলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাড়কান্দি গ্রামের মৃত দাউদ আলী বিশ্বাসের ছেলে।আইলহাঁস ইউপি সদস্য সুজন আলী বলেন, সন্ধ্যায় কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে নিজবাড়িতে ফিরছিলেন শহিদুল। পথিমধ্যে ডম্বলপুর নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।