বেনাপোল সীমান্ত থেকে ১০ কোটি টাকার হীরার গয়না সহ আটক ১

- আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলট সীমান্ত থেকে ডায়মন্ডের আংটি, পায়েল, বালা ও নাকফুলসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের নির্দেশনায় পাঁচভুলট বিওপি’র টহল দল সীমান্তের বদিপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজনভাবে ব্যাটারি চালিত ভ্যানে করে আসা এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের আংটি ৭ পিস, পায়েল ২ পিস, ব্রেসলেট ১ পিস, বালা ৩ পিস এবং নাকফুল ১২ পিস উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম হাফিজুর রহমান (৫৩)। তিনি শার্শা থানার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে। বিজিবি জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে ডায়মন্ড জুয়েলারি আনা হচ্ছিল। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৬০ লক্ষ ৪৫ হাজার ৭০ টাকা।
উদ্ধারকৃত ডায়মন্ড জুয়েলারি ট্রেজারি অফিস, যশোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তিকে ভ্যানসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।