ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেড়ে নিল ১ কৃষকের লক্ষ টাকার স্বপ্ন ঢাকা সাভার আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আটক ২ আমদানি-রপ্তানি বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্থ হবে—- সাতক্ষীরায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত মাদক সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত চুয়াডাঙ্গা ভিমরুল্লার চঞ্চলসহ ৩জন গ্রেফতার হারুয়ালছড়ি বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত বন্য খেজুর থেকে ভিনেগার: বাকৃবির গবেষণা যে কারণে বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের দুঃসময়ের বন্ধু হিসেবে স্বীকৃত – স্বরাষ্ট্র উপদেষ্টা নিউজ ৭১ অনলাইন পোর্টালে”প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আশাশুনির হাঁড়িভাঙ্গা বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বেতন বাড়ানোর দাবিতে বরিশাল শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার :-

মাসিক ভাতা অনতিবিলম্বে ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ডা. আরিফুজ্জামান ইমন, বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি তাইমুর মাহামুদ এবং সাধারণ সম্পাদক মাসুম রেজাসহ নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে সাধারণ ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে হাসপাতালের সামনে বান্দরোডে আরও একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. মহিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ডা. সুদীপ্ত বিশ্বাসসহ নবগঠিত দুই ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের নেতারা উপস্থিত ঝিলেন।

এর আগে শনিবার (২৩ মার্চ) রাত থেকে দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেন সাধারণ ইন্টার্ন চিকিৎসকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে বর্তমানে আমাদের যে সম্মানি ভাতা প্রদান করা হয় সেইটা খুবই সামান্য। এ ঊর্ধ্বগতির বাজারে এ সম্মানি ভাতা দিয়ে আমরা কোনোভাবেই চলতে পারছি না। আমাদের এ দাবি এখনকার নয়। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও আমাদের বেতন ভাতা বাড়ানো হয়নি। তাই বেতন ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে আমাদের এ আন্দোলন।

এদিকে সকাল থেকে হাসপাতালে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও নতুন রোগীরা সমস্যায় পড়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই ইন্টার্ন চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু কর্মবিরতি থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

সাধারণ ইন্টার্ন চিকিৎসকরা জানান, তারা বাধ্য হয়ে এ আন্দোলনে নেমেছেন, আর এজন্য। রোগীদের সাময়িক অসুবিধার হওয়ায় তারা দুঃখও প্রকাশ করেন।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আরিফুজ্জামান ইমন বলেন, গতকাল ইমারজেন্সি ও অ্যাডমিশন ওয়ার্ডগুলো বাদ রেখে আমরা কর্মবিরতি পালন করেছি, আর আজ সারাদেশের সঙ্গে করছে গোটা হাসপাতালের ইন্টার্নরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

বেতন বাড়ানোর দাবিতে বরিশাল শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি

আপডেট সময় : ০২:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

স্টাফ রিপোটার :-

মাসিক ভাতা অনতিবিলম্বে ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ডা. আরিফুজ্জামান ইমন, বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি তাইমুর মাহামুদ এবং সাধারণ সম্পাদক মাসুম রেজাসহ নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে সাধারণ ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে হাসপাতালের সামনে বান্দরোডে আরও একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. মহিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ডা. সুদীপ্ত বিশ্বাসসহ নবগঠিত দুই ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের নেতারা উপস্থিত ঝিলেন।

এর আগে শনিবার (২৩ মার্চ) রাত থেকে দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেন সাধারণ ইন্টার্ন চিকিৎসকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে বর্তমানে আমাদের যে সম্মানি ভাতা প্রদান করা হয় সেইটা খুবই সামান্য। এ ঊর্ধ্বগতির বাজারে এ সম্মানি ভাতা দিয়ে আমরা কোনোভাবেই চলতে পারছি না। আমাদের এ দাবি এখনকার নয়। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও আমাদের বেতন ভাতা বাড়ানো হয়নি। তাই বেতন ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে আমাদের এ আন্দোলন।

এদিকে সকাল থেকে হাসপাতালে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও নতুন রোগীরা সমস্যায় পড়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই ইন্টার্ন চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু কর্মবিরতি থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

সাধারণ ইন্টার্ন চিকিৎসকরা জানান, তারা বাধ্য হয়ে এ আন্দোলনে নেমেছেন, আর এজন্য। রোগীদের সাময়িক অসুবিধার হওয়ায় তারা দুঃখও প্রকাশ করেন।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আরিফুজ্জামান ইমন বলেন, গতকাল ইমারজেন্সি ও অ্যাডমিশন ওয়ার্ডগুলো বাদ রেখে আমরা কর্মবিরতি পালন করেছি, আর আজ সারাদেশের সঙ্গে করছে গোটা হাসপাতালের ইন্টার্নরা।