বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনী জেলা যুবদলের দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী:
জহিরিয়া মসজিদে এশার পর আয়োজিত দোয়ায় দেশনেত্রীর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুবদল নেতাকর্মীদের ঢল।
তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় ফেনী জেলা যুবদলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ এশা ফেনী শহরের ঐতিহাসিক জহিরিয়া মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের সবচেয়ে আপনজন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে তিনি নিরলসভাবে কাজ করেছেন। গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে তার অবদান চিরস্মরণীয়। বক্তারা আরও বলেন, “মহান আল্লাহর দরবারে আমাদের একটাই প্রার্থনা—দেশমাতা বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন, দীর্ঘায়ু দান করুন।”
দোয়া মাহফিলে জেলার বিভিন্ন জায়গা থেকে আগত যুবদল নেতাকর্মীরা দেশনেত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, একজন জাতীয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বরং পুরো জাতির একটি সম্পদ। তার সুস্থতা দেশের ১৮ কোটি মানুষের প্রার্থনা।
এসময় যুবদল নেতারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকারের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, “দেশনেত্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”
দোয়া পরিচালনা করেন জহিরিয়া মসজিদের ইমাম ও স্থানীয় ওলামায়ে কেরাম। তারা পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই সমবেত কণ্ঠে “আমীন” উচ্চারণ করে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। ফেনী জেলা যুবদল জানিয়েছে, ভবিষ্যতেও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।



















