সংবাদ শিরোনাম :
বৃহত্তর রংপুরের কৃতীসন্তান আব্রাহাম লিংকন স্বাধীনতা পদকে ভূষিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
সেলিম চৌধুরী, জেলা প্রতিনিধি,রংপুর ঃ
বিশিষ্ট আইনজীবী, বহুমাত্রিক কর্মসৃজনে যুক্ত, উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এবং ইতোপূর্বে একুশে পদকে ভূষিত রংপুরের কুড়িগ্রাম জেলার কৃতী সন্তান এ্যাডভোকোট এস. এম. আব্রাহাম লিংকন এবার দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ” স্বাধীনতা পদক”-এ ভূষিত হয়েছেন। তাঁর এই গৌরবময় অজর্নের জন্য প্রানঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ( রংপুর আঞ্চলিক কমিটি) সাধারণ সম্পাদক জনাব মনিরুল হক প্রধান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জনাব লিংকন এর সাফল্য রংপুর বিভাগের তথা কুড়িগ্রাম জেলার সম্মান অনেকখানি বৃদ্ধি পেয়েছে।