বিসিএসে কম্বাইন্ড ডিগ্রিধারীদের সুযোগ বাতিলের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

- আপডেট সময় : ০৯:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:সম্প্রতি সরকারি কর্ম কমিশনে (বিসিএস) এনিমেল পশুপালন গ্রাজুয়েটদের প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহে বিএসসি ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি নামক কম্বাইন্ড ডিগ্রী ধারীদের সুযোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১ টায় অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন করিডোর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় ।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেন। প্রাণিসম্পদের আধুনিকতম, বিশেষায়িত এবং বাস্তবসম্মত বি.এস.সি. এনিমেল হাজবেন্ড্রি (অনার্স) ডিগ্রির কোর্স কারিকুলাম পর্যালোচনা করলে দেখা যায় যে, সাড়ে চার বছরের পঠিত প্রায় ১৯২ কোর্স ক্রেডিটের প্রায় ১৪৭ ক্রেডিট প্রাণি উৎপাদন তথা এনিমেল হাজবেন্ডি সংক্রান্ত, ১৯ ক্রেডিট প্রাণি বায়োলজির মৌলিক বিষয় (যা ভেটেরিনারি সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগ হতে অফার করা হয়) এবং অবশিষ্ট প্রায় ২৬ ক্রেডিট আনুষঙ্গিক অন্যান্য বিষয় (যেমন বায়োকেমিস্ট্রি, এগ্রোনমি, পরিসংখ্যান, গ্রামীণ সমাজবিজ্ঞান, অর্থনীতি, কম্পিউটার শিক্ষা ইত্যাদি) সংক্রান্ত। অন্যদিকে কম্বাইন্ড বি.এস.সি. ভেট. সাইন্স এন্ড এ.এইচ. ডিগ্রীতে পাঁচ বছরে পঠিত সর্বমোট ২০৩-২২১ ক্রেডিটের মধ্যে ১২২-১৩৭ প্রাণিস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ক কোর্স পড়েন। আশ্চর্যজনকভাবে উঠগত ডিগ্রীতেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট পঠিত ১৮২- ২৮২.৫ ক্রেডিটের মধ্যে ১২২-২০২ ক্রেডিট প্রাণিস্বাস্থ্য সংক্রান্ত। স্পেশালাইজেশন ও স্মার্ট বাংলাদেশের এই যুগে যেখানে উন্নত বিশ্বে প্রাণিসম্পদের উন্নয়নকল্পে মলিকুলার তথা জেনোমিক্স পর্যায়ে শিক্ষা ও গবেষণা চলছে, সেখানে বি.এস.সি. ভেট, সাইন্স এন্ড এ.এইচ. (অনার্স) কোর্স কারিকুলামের গ্রাজুয়েটবৃন্দ বর্তমান প্রচলিত যুগোপযোগী ডিগ্রি বি.এস.সি. এনিমেল হাজবেন্ডি (অনার্স) এর সমক হওয়ার কোন যুক্তিসংগত ও বৈধ কারণ নেই।।