বিশ্বে শান্তির বার্তা করা হুঁশিয়ারি

- আপডেট সময় : ১২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

কামরুল হাসান রানা,ঝালকাঠি,প্রতিনিধি:বিশ্বের শান্তির বার্তা করা হুশিয়ারি দিচ্ছেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাংলার জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী যে বার্তা বিশ্ব শান্তি লাভ করবে তামাম বিশ্ব আসমান জমিন সমস্ত কিছু মালিক আল্লাহ যিনি সৃষ্টি কর্তা নামে পরিচিত তার বিধানী হচ্ছে শ্রেষ্ঠ বিধান এবং মানাই হচ্ছে শান্তির বার্তা এবং মানার জন্য করা হুঁশিয়ারি না হয় শান্তির পরিবর্তে বিশ্বভরে অগ্নি রূপ ধারণ করবে ।অশান্তি আসবে বিশ্বভরে ঘরে ঘরে আরও করা হুঁশিয়ারি দিচ্ছি মানবতাহারা নেতা ত্যাগ ছাড়া ইসলাম আলমের নামে পীর মোর্শেদ শায়েখ নামে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে হবে। মানবতায় ফিরে আসতে হবে তবেই বিশ্ব ভরে শান্তির বাতাস বইবে। এছাড়া বিকল্প কোন পথ মত নাই। অনুরোধ করি জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে মানবতায় ফিরে আসি ।যার যার ধর্ম মতে কর্ম করি ।মানুষ মানুষ মিলে থাকি, দেশ দেশ মিলে থাকি, শান্তি অর্জন করি। অমানবিক কার্যক্রম বন্ধ করি ।দেশের অর্থ সম্পদ নষ্ট না করি ।বিশ্ব মাঝে দাঙ্গা হাঙ্গামা মামলা যুদ্ধ থেকে বিরত থাকি। মানব দানবের পরিচয় না দেই। সৃষ্টিকর্তাকে ভয় করি। আমিন
বাংলার জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী
প্রতিষ্ঠাতা,চিশতিয়া দরবার শরীফ
কাঠালিয়া সদর বাইপাস
কাঠালিয়া – ঝালকাঠি।